মোহাম্মদ আজগার আলী,
ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী মানব কল্যাণ সংস্থার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৫ টায় নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলে ফুলবাড়ী মানব কল্যাণ সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগার আলীর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন উর রশীদ। দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফুলবাড়ী মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি ও মাদিলাহাট কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহিনুর আলম।
প্রধান অতিথি বলেন, ফুলবাড়ীর মানুষের আর্থ-মানবেতার সেবায় ফুলবাড়ী মানব কল্যাণ সংস্থা কাজ করুক এই প্রত্যাশা করি। বিশেষ অতিথির বক্তব্যে ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বলেন, সংগঠনটির নামের সাথে মিল রেখে প্রকৃতপক্ষে মানুষের কল্যাণে নিয়োজিত থেকে সংগঠনের পরিচিতি লাভ করতে পারে তাহলেই নামের স্বার্থকতা আসবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ী রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ মোশাররফ হোসেন, বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ জুলহাস আলী, প্রভাষক মোঃ ছাদেকুল ইসলাম, বঙ্গবন্ধু সরকারী কলেজের প্রভাষক মোঃ মাজেদুর রহমান, আফতাবগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আব্দুর কাদের মন্ডল, ভবানীপুর কামিল মাদ্রাসার প্রভাষক মোঃ হাবিবুর রহমান, মাদিলাহাট কলেজের প্রদর্শক মোঃ মাহাবুর রহমান, মেলাবাড়ী দাখিল মাদ্রাসার সহকরী শিক্ষক মোঃ জিয়ারুল হক, ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মোঃ আরিফ হোসেন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.