মোহাম্মদ আজগার আলী,
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় পৌর এলাকার কাঁটাবাড়ী বাজার রোডে অবস্থিত ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান (ফিজার) এমপি। পরে সেখানে ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, বেদদিঘী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন।
এসময় ফুলবাড়ী মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইসার উদ্দিন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমাম রেজা, সহ-সভাপতি কবির সরকার, সাধারণ সম্পাদক মোঃ আল হেলাল চৌধুরী, যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ আজগার আলী, সাংগঠনিক সম্পাদক ডাঃ সোলায়মান মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান মন্ডল, প্রাচার সম্পাদক মোরসালিন ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ শামিম কবির চৌধুরী কালাম, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ খাজানুর হায়দার লিমন ও সাধারণ সম্পাদক মোঃ মানিক মন্ডল, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ, ফুলবাড়ীর আলো অনলাইন পত্রিকার প্রকাশক ও ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সদস্য আলহাজ্জ মোঃ হাফিজুল হক চৌধুরী, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির কার্যকারী সদস্য মোঃ মশিউর রহমান, আশরাফুল ইসলাম, মোঃ আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.