মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন ও উপাধ্যক্ষ মোঃ আহসান হাবীব এর অপসারনের দাবীতে সাধারণ শিক্ষার্থীদের ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) দুপুর ১ টায় কলেজ চত্বরে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ তৌহিদুজ্জমান রাসেল, সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম রাজু, প্রচার সম্পাদক মোঃ তানভির আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আসাদ প্রমূখ। মানববন্ধনে কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ফুলবাড়ী সরকারি কলেজ অব্যবস্থাপনার মধ্যদিয়ে পরিচালিত হয়ে আসছে। এখানে কোন পানি সাপ্লই ব্যবস্থা নেই, কোন বিনেদোন মূলক স্থান নেই, ভালো কোন বসার জায়গা নেই, ছাত্রাবাসে ভালো থাকার ব্যবস্থা নেই, লাইট গুলো নিভু নিভু অবস্থা, ওয়াশরুম গুলোতে যাওয়ার কোন উপাই নেই, কলেজ ক্যাম্পাসের চারপাশে ফেন্সিডিল সহ অন্যন্যা মাদকের ছড়াছড়ি দেখার কেউ নেই। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ শুধু বিল ভাউচার করা নিয়েই ব্যস্ত থাকে। কলেজের লেখা পাড়া সঠিক ভাবে হচ্ছে সে দিকে কোন নজর নেই। ছোট ছোট প্রোগ্রাম গুলো খরচের চেয়ে দ্বিগুন তিনগুন বিল ভাউচার করেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। সব মিলিয়ে কলেজের পরিবেশ একেবারে নষ্ট করে ফেলেছে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। এ বিষয়ে উপাধ্যক্ষ আহসাব হাবীব এর সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি অফিসিয়ালি কোন কথা বলতে রাজি হননি। অন্যদিকে ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.