মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
আলোকিত সমাজ বিনির্মাণে শ্লোগানে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুর চৌধুরী মোড়ে প্রতিবন্ধি ও দুস্থদের মাঝে প্রায় ৫ শতাধিক কম্বল বিতরণ করেছেন “লুমেলিসা” সংগঠন।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় লুমেলিসা সংগঠনের সভাপতি মোছাঃ মেহেরুন নেছা চৌধুরীর সভাপতিত্বে এবং হাজী মোঃ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ নওশের ওয়ান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জ এর ডিআইজি মোঃ আব্দুল বাতেন, পিপিএম বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পিপিএম ও উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল্ কামাহ তমাল।
লুমেলিসা সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ লিও বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন "লুমেলিসা” ২০১৫ ইং হতে ফুলবাড়ী উপজেলায় সেমাজসেবা মুলক কর্মকান্ড চালিয়ে আসছে। শীত বস্ত্র বিতরন, দরিদ্রদের মাঝে ঈদ ইপহার, দুস্থদের আর্থিক সহায়তা, করোনা মহামারীতে অর্থ সহায়তা ও স্বাস্থ্য সচেতনা ক্যাম্পেই সহ নানা কর্মকান্ড চালিয়ে আসছে। আজকে ৫ শত কম্বল বিতরণ হচ্ছে। এবছর আমাদের একটু দেরি হয়ে গেছে।
বিভিন্ন এলাকা থেকে আগত দুস্থ ও প্রতিবন্ধি লোকজন কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এসব কম্বল তালিকা অনুযায়ী নাম ধরে ধরে ডেকে প্রদান করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.