মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ঘরের বর্গার সাথে গলায় ওড়না পেচানো ইউসুফ আলী (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ইউসুফ আলী উপজেলার শিবনগর ইউনিয়নের পুরাতন বন্দর (নুরপুর) নয়াপাড়া গ্রামের মৃত ফারুক হোসেন এর পুত্র এবং আঃ গফুরের নাতি।
শুক্রবার (৪ আগষ্ট) আনুমানিক বেলা ৩ টায় নিজের থাকার ঘরে বরগায় কাপড় পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়দের সুত্রে জানা যায়, প্রায় দ্ইু মাস ধরে তার স্ত্রী মোছাঃ হালিমা বেগম এর সাথে রাগারাগি চলে আসছে। সে স্থানীয় বিভিন্ন সুদি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছিলো তাদের টাকা ফেরৎ দিতে না পারায় পারিবারিক ভাবে সবাই দুশ্চিন্তায় ছিলো। নিহতের দাদা আঃ গফুর বলেন, আমার নাতি ইউসুফ খুব ভালো ছিলো। নিহতের বাবা আমার বড় ছেলে মারা যাবার পরে তার মা ইসমোতারা আরেকজনকে বিয়ে করে চলে যায়। তার মা এখন ঢাকায় থাকে।
পরিবারের লোকজন জানান, শুক্রবার দুপুর তিনটায় তার থাকার ঘরে গেলে তাকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে ফুলবাড়ী থানায় যোগাযোগ করা হলে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মোঃ ফরহাদ হোসাইন, ইন্সপেক্টর, (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, এসআই রেজাউল করিম প্রমূখ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থরে যাই এবং সেখানে মৃতদেহের সুরতহাল করা হয়। কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.