ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: "সবার আগে সুশাসন, জনসেবার উদ্ভাবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয় পাবলিক সার্ভিস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বোববার (২৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মোঃ আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিলটন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ইসার উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভূইয়া, উপজেলা কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার, উপজেলা আনসান ও ভিডিপি কর্মকর্তা রিতা রায়, কাজিহাল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মানিক রতন, বেদদীঘি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, দৌতলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছামেদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের অফিসার ও সাংবাদিকবৃন্দ।
আলোচনার শুরুতে উপজেলা পরিষদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমালকে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.