মোহাম্মদ আজগার আলী,
ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল, পৌর মেয়র মোঃ মাহমুদ আলম লিটন, অতিরিক্ত পুলিশ সুপার, ফুলবাড়ী সার্কেল মোঃ ফরহাদ হোসেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইসার উদ্দিন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীদসহ অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান,উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাগন, সকল রাজনৈতিক দল, স্থানীয় সামাজিক সংগঠন প্রমূখ।
পরে বিজয় দিবস উপলক্ষে সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, এসময় উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল, সহকারী কমিশনার(ভুমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, ফুলবাড়ী সার্কেল মোঃ ফরহাদ হোসেন, অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে ফুলবাড়ী থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, আনছার ভিডিপি'র সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুজ কাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন । পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.