ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রামেশ্বরপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার রায়ের সাথে বিদ্যালয়ের আয়ার অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে প্রধান শিক্ষক ও আয়াকে বিদ্যালয় থেকে বহিস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
রোববার (২৩ জুলাই) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিদ্যালয়ের মুলগেটে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার নারী-পুরুষরা অবস্থান নেন। বিক্ষোভকারীদের একটাই দাবি অনৈতিক কাজের সাথে জড়িতদের বিদ্যালয়ে থেকে বহিস্কার করতে হবে। এসময় এলাকার প্রায় ২ হাজার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
দুপুর সাড়ে ১২ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান। সেখানে তারা আন্দোলনকারীদের বক্তব্য শুনেন এবং প্রধান শিক্ষক ও আয়ার বিষয়টি তদন্ত করা হবে বলে জানান।
এসময় আন্দোলনকারীদের দাবীর প্রেক্ষিতে তদন্ত চলাকীন তারা যাতে বিদ্যালয়ে আসতে না পারে সেই ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বস্ত করলে আন্দোলনকারীরা তাদের আন্দোলন সাময়িক স্থগিত করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.