ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ "বন্ধুত্বই হোক আত্মার বন্ধন "এই স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ীতে রংপুর বিভাগের এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ জুলাই সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) মাঠে দিনব্যাপী রংপুর বিভাগের এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের ফেসবুক ভিত্তিক প্ল্যাটফর্ম এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
উক্ত ক্যাম্পে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
উপজেলার সর্বস্তরের মানুষের জন্য রংপুরের ৭ জন বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ডাক্তার মোস্তফা জামান বনি, এসএসসি ৯৭ ব্যাচের রংপুর ডিভিশনের পক্ষ থেকে মাসুদ রানা, ফুলবাড়ী উপজেলার এস এম নুরুন্নবী ইসলাম বুলবুল, সোহাগ।
বক্তব্য শেষে ফুলবাড়ী উপজেলার এসএসসি ৯৭ ব্যাচের অসুস্থ বন্ধু ওবায়দুর রহমানকে রংপুর ডিভিশনের পক্ষ থেকে নগত ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
আরো উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া সরকার (লাকু), ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনা রশিদ হারুন, শিক্ষক আসাদুজ্জামান খলিলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.