মোঃ শরিফুল ইসলাম রাজু, ষ্টাফ রিপোর্টার, ফেনীঃ প্রথমবারের মতো ফেনীর সোনাগাজী উপজেলায় ডেঙ্গুতে একজনের মৃত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৫ জন।
মঙ্গলবার (৮ আগস্ট) ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সোমবার দুপুরে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।
মৃত ব্যক্তি সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ডা. কবির আহমদের ছেলে মিজানুর রহমান। তিনি সোনাগাজী পৌরসভার হিসাবরক্ষক ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ফেনীতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। জুলাই মাসে রেকর্ডসংখ্যক ডেঙ্গু রোগী শনাক্তের পর চলতি মাসে শনাক্তের হার বেড়েছে ৬০ শতাংশের বেশি। তবে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা এটি।
সোনাগাজী পৌরসভার কর নির্ধারক কর্মকর্তা নূর নবী আজাদ জানান, মিজানুর প্রচণ্ড জ্বরে ভুগছিল। পরে জ্বর না কমায় গত শনিবার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হন। এ সময় একই দিন অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। পরে রিপোর্টে তার ডেঙ্গু পজিটিভ আসে। এ ছাড়াও তার ফুসফুসে সমস্যা ছিল।
ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন জানান, জেলায় বয়স্কদের পাশাপাশি গত কয়েক দিন ধরে শিশুরাও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। ইতোমধ্যে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ফেনী জেনারেল হাসপাতালের নতুন ভবনে ৩০ শয্যার আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.