ফেনী সংবাদদাতাঃ মানবতার কল্যাণকর স্বেচ্ছাসেবী হয়ে ১২ ডিসেম্বর বিকেল ৩ টায় ফেনী শহরের প্রাণকেন্দ্র আলী আহম্মদ টাওয়ার ৪র্থ তলায় মসজিদ চত্তরে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া অসহায় কুলি, মতের, চা শ্রমিক, দিনমজুর মেহনতি ও হকারদের মাঝে শীত নিবারণী কম্বল শাল বিতরন করেছেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ফেনী জেলা সমন্বয়ক হাকীম মোঃ ফয়েজুল্লাহ, সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ সভাপতি মোঃ মহিউদ্দীন ভূঁইয়া, সিফাত হোসেন, সাজেদা বেগম, মোঃ মন্টু মিয়াসহ আরো অনেকে। আলোচনায় স্থানীয় শাখা কমিটি সমন্নয়ে মহান স্বাধীনতা দিবস উদযানের প্রস্ততিমূলক সিদ্ধান্ত নেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.