মোঃ শরিফুল ইসলাম রাজু
ষ্টাফ রিপোর্টার, ফেনী
ফেনীতে বিয়ের তিন মাসের মাথায় স্বামী-শাশুড়ির নির্যাতনে সুলতানা আক্তার খুকুমনি নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ফেনী সদর উজেলার শর্শদী ইউনিয়নের জের কাছাড় থেকে শাশুড়ি আমেনা বেগমকে গ্রেপ্তার করে ফেনী মডেল থানা পুলিশ।
জানা গেছে, নিহত গৃহবধু খুকুমনি ফেনী সদর উজেলার ধর্মপুর ইউনিয়নের পদুয়া গ্রামের জাফর আহমেদের মেয়ে। তিন মাস আগে একই উপজেলার শর্শদি ইউনিয়নের জের কাছাড় গ্রামের আবুল কাশেমের ছেলে মোবারক হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।
বিয়ের পর থেকে খুকুমনিকে যৌতুকের জন্য নানাভাবে চাপ দিতে থাকে। খুকুর দরিদ্র পরিবার দাবিকৃত যৌতুকের টাকা জোগাড় করে দিতে না পারায় প্রায়ই খুকুমনিকে শারীরিক নির্যাতন করত স্বামী ও তার পরিবারের লোজকন। একপর্যায়ে খুকুমনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে খুকু মনি মারা যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় খুকুমনির মা জাহেদা বেগম বাদী হয়ে স্বামী মোবারক হোসেন, শাশুড়ি আমেনা খাতুন ও ননদ রুনা আক্তারের নামে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ শর্শদী ইউনিয়নের জের কাছাড় থেকে শাশুড়ি আমেন বেগমকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. শফিকুর রহমান জানান, এজহারভুক্ত আসামি আমেনা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.