মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
জ্বালানি নিয়ে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার পূদম পুষ্প চাকমা অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের ট্রাংক রোডের মেসার্স খায়ের মেশিনারিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ লিটারে ১৭০ মিলি লিটার ল্যুব অয়েল কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৯/৪৬ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া শহরতলীর লালপোলে মেসার্স মুহুরী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্রমাঙ্কন তালিকা (ক্যালিব্রেশন চার্ট) হালানাগাদ না করেই জ্বালানি তেল সংরক্ষণে ব্যবহার করার সত্যতা পায় আদালত। পরে একই আইনের ৩২(৩)/৫২ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন প্রিয়, ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান উপস্থিত ছিলেন। অভিযানে ফেনী মডেল থানা পুলিশের একটি দল সহায়তা করে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.