মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র এসআই/জসিম উদ্দিন এর নেতৃত্বে এএসআই/সমছুদ্দোহা রাসেল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ নভেম্বর) রাত ২:৩০ মিনিটের সময় ফেনী সদর থানাধীন বালুয়া চৌমুহনী বাজারের দক্ষিন পাশে কুটিরহাটগামী পাকা রাস্তার দক্ষিন পাশে জনৈক আব্দুল কাদেরের খালি জমিতে অভিযান পরিচালনা করে মোঃ ওসমান গনি রুবেল (২৬), পিতা-ছাদেকুর রহমান, মাতা-হোসনে-আরা বেগম, সাং- উত্তর ছাড়াইত কান্দি(ছমদ আলী বাকার বাড়ী),মোঃ আবদুল খালেক শিমুল(২৫), পিতা-আবদুর রাজ্জাক কেরানী,মাতা-হালিমা খাতুন,সাং-উত্তর ছাড়াইত কান্দি (হাজী মিষ্টি মেলা বাড়ী),উভয় ২নং ওয়ার্ড,থানা-সোনাগাজী,জেলা-ফেনী। হালিম(৩৭), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-সামদিয়া বেগম, সাং-জাহানপুর উত্তর পাড়া (বেপারী বাড়ী),০২নং ওয়ার্ড,থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা,এপি/-শান্তিনগর রোড়,দের আটক করে।
এসময় তাদের সাথে থাকা,
২টি ছেনি দা প্রতিটি কাঠের হাতলসহ লম্বা ১৩ ইঞ্চি,১টি ছোরা যাহা কাঠের হাতলসহ লম্বা ১২ ইঞ্চি, ১টি লাল হাতল বিশিষ্ট সেলাই রেঞ্চ যাহা লম্বা ১০ ইঞ্চি,১টি স্ক্রু-ড্রাইভার যাহা লম্বা ১১ ইঞ্চি,১টি লোহার রড় যাহা লম্বা ৩৩ ইঞ্চি,১টি লোহার রড় যাহা লম্বা ২৬ ইঞ্চি,১টি লোহার রড় যাহা লম্বা ২৩ ইঞ্চি উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.