মোঃ শরিফুল ইসলাম রাজু, ষ্টাফ রিপোর্টার, ফেনী: ফেনী জেলার সোনাগাজীতে ডেঙ্গু প্রতিরোধে নানা জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
কর্মসূচির মধ্যে রয়েছে, সচেতনতামূলক র্যালি, ফগার মেশিন দিয়ে ধোঁয়া ছিটিয়ে মশক নিধন, প্রচারপত্র বিলি, অপ্রয়োজনীয় জঙ্গল পরিষ্কার করণ ও বদ্ধস্থানে জমে থাকা পানি অপসারণ ইত্যাদি।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ফেনী জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম।
এসময় সোনাগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা, সার্কেল অ্যাডজুট্যান্ট বিবি কুলসুম, উপজেলা প্রশিক্ষক ফজলুল হক, এপিসি এরশাদ মিয়া সহ ভিডিপি দলনেতা দলনেত্রী, আনসার কমান্ডার, সাধারণ আনসার ও ব্যাটালিয়ন সদস্যগণ মশক নিধন অভিযান ও প্রচারণায় অংশ গ্রহন করেন।
জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান জানান, বর্তমান সময়ে ডেঙ্গু সমস্যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে, এই অবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ.কে.এম আমিনুল হক, এনডিসি, পিএসসি, পিএইচডির সরাসরি নির্দেশনায় দেশের সকল জেলা ও উপজেলায় মশক নিধন এবং সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। জনস্বার্থে আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছায় ডেঙ্গু বিরোধী কার্যক্রমে অংশ নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.