মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
ফেনীতে দিনেদুপুরে স্বর্ন দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রহিম উল্লাহ সাহেবের বাজারে আলাদিন জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
দোকান মালিক আলাউদ্দিন জানান, প্রতিদিনের মতো ওই দিন দুপুরের খাবার খেতে তিনি বাড়ি যান। দুর্বৃত্তরা ওই সুযোগে আলাদিন জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় একশত ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। দুপুর আড়াইটার দিকে দোকানে এসে তালা ভাঙ্গা দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করেন।
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, ওসি (তদন্ত) মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ফেনী জেলা জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, আমাদের হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে। ফুটেজে দু’জন বাইরে পাহারায় থেকে তালা ভেঙে একজন ভেতরে ঢুকে স্বর্ণ চুরির দৃশ্য রয়েছে। অতিদ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.