মোঃ শরিফুল ইসলাম রাজু
ষ্টাফ রিপোর্টার, ফেনী
ফেনী সোনাগাজীর ওলামা বাজার হাজী সেকান্দর মিয়া উচ্চ বিদ্যালয়ে ৫ম তলার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেঃ জেনারেল (অবস) মাসুদ উদ্দিন চৌধুরী।
শনিবার (৭ অক্টোবর) বিদ্যালয় মিলনায়তনে পরিচালনা কমিটির সভাপতি হাজী আবু সুফিয়ান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন টিপু' র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
মাসুদ উদ্দীন চৌধুরী এমপি
বিদ্যালয়ের ভবনটির উদ্ভোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি এস এম অনীক চৌধুরী, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, মডেল থানার এসআই মাহবুব সরকার ও মকবুল, উপজেলা জাতীয় পার্টি যুগ সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদ, জেলা জাতীয় মহিলা পার্টি সভাপতি ফারজানা আইরিন, সদর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মিজানুর রহমান,চরমজলিশপুর ইউনিয়নের সভাপতি সাংবাদিক আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুল হক, চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বিজয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবদুর রহমান মামুন সহ শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.