মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলায় কৃষিজমির মাটি কেটে বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।
সোমবার (১৮ ডিসেম্বর) উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের কেরোনিয়া এলাকায় অভিযান চালিয়ে আবু ছায়েদ নামের ওই কৃষিজমির মালিককে এ দণ্ড প্রদান করা হয়।
স্থানীয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শরবীন বিষয়টি নিশ্চিত করে জানান,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.