মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
ফেনীর ছাগলনাইয়ায় মানবতা জেগে উঠুক বিবেকের তাড়নায় এমন স্লোগান নিয়ে সুবিধাবঞ্চিত মেধাবী হাজার খানেক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও স্কুল ব্যাগসহ উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী উচ্চ বিদ্যালয় মাঠে এসব উপকরণ বিতরণ করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহমেদ মাহী রাসেলের ব্যক্তিগত উদ্যোগে এসব উপকরণ ও শিক্ষাবৃত্তি কম সুবিধাপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বিতরণ করেন।
চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান মিনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল। প্রধান বক্তা ছিলেন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ওবায়দুর রহমান মজুমদার। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া মডেল থানার পরিদর্শক ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম।
এসময় উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, খাতা, কলম, বই, পেনসিল, কাটার, ইরেজার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে নগদ ১ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
আয়োজক আহমেদ মাহী রাসেল বলেন, দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, পড়ালেখায় যেন প্রতিবন্ধকতা না হয় এবং কম উপার্জনক্ষম পরিবারে অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে এ আয়োজন। নতুন বছরের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী নতুন বই উপহার দেবেন শিক্ষার্থীদের মাঝে। তাই সরকারের পাশাপাশি শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এভাবে প্রতিটি এলাকায় বিত্তবানরা হাত বাড়িয়ে দিলে পিছিয়ে পড়বে না কোনো শিক্ষার্থী।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.