মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র এসআই মোঃ আব্দুর রহমান গাজী'র নেতৃত্বে এসআই মোঃ জসিম উদ্দিন, এএসআই মোঃ ইমাম হোসেন রাজু ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ ডিসেম্বর) ফেনী মডেল থানাধীন মহিপালে চট্টগ্রামমুখী তিশা প্লাস বাস কাউন্টারের ভিতর অভিযান পরিচালনা করে কামরুল হাসান (২১) ও তপন কান্তি দে (২০) কে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে আমদানিকৃত ২৪৬ টি মোবাইল ফোন সহ গ্রেফতার করে।
জানা যায়, গ্রেফতারকৃত কামরুল হাসান ফেনী জেলার পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামের মোঃ ইউসুফ মিয়ার ছোলে তপন কান্তি দে বান্দরবান জেলার বান্দরবান সদরের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকার বাবুল দে'র ছেলে।
গ্রেফতারকৃত আসামীদের জব্দকৃত মোবাইল ফোন সহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.