মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
ফেনীতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৭ হাজার ৩০০ পিস ইয়াবা সহ আবুল হাশেম সোহাগ (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফেনী র্যাব-৭ সদস্যরা
রোববার (১৭ ডিসেম্বর) ফেনী শহরের মাইশা টাওয়ারের একটি ফ্ল্যাটের ইন্টেরিয়র থেকে ইয়াবাগুলো জব্দ করে র্যাব। জব্দ করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৮২ লাখ টাকা।
এঘটনায় গ্রেপ্তারকৃত সোহাগ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উত্তর বেতিয়ারা গ্রামের মো.আবিদ আলীর ছেলে।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন মাদককারবারি ফেনী শহরের একটি ফ্ল্যাটে বেচাকেনার উদ্দেশ্যে মাদক মজুত করছে।পরে র্যাবের একটি দল মাইশা টাওয়ারের ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে।
এ সময় সোহাগকে আটক করা হয়। তার দেওয়া তথ্য মোতাবেক ফ্ল্যাটের কাঠের ইন্টেরিয়রের ভেতরে বিশেষভাবে রাখা এবং গ্যারেজে থাকা তার মাইক্রোবাস থেকে ২৭ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।এ সময় তার ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ জানান,দীর্ঘদিন ধরে সে কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা এনে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে চড়া দামে বিক্রি করে আসছেন।
ফেনীস্থ র্যাব-৭'র কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ইয়াবাসহ ওই যুবককে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.