মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
ফেনীতে ৪ কেজি গাঁজাসহ ১ জন কে আটক করেছে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র এসআই/জসিম উদ্দিন এর নেতৃত্বে এএসআই/ইমাম হোসেন রাজু ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে
শুক্রবার (১ ডিসেম্বর) ফেনী সদর মডেল থানাধীন মহিপাল চট্টগ্রাম মুখী তিশা প্লাস বাস কাউন্টারের ভিতরে অভিযান পরিচালনা করে মোঃ বাবু (ওরফে)সোহাগ (২৫),কে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
সাং-লক্ষীপুর (সাহা বাড়ী), পোঃ ইলিয়টগঞ্জ, থানা-দাউদকান্দি, জেলা- কুমিল্লা। পিতা-মোঃ জসিম,মাতাঃ মোসাম্মত জরিনা
এসময় গ্রেফতারকৃত বাবু ডিবি পুলিশকে জানান দীর্ঘদিন থেকে সে সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ভিবিন্ন মাদক সরবরাহ করে মাদক সেবীদের কাছে বিক্রি করেন।
আসামীকে ফেনী মডেল থানায় হস্তান্তর করে শনিবার (২ ডিসেম্বর) আাদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.