মোঃ শরিফুল ইসলাম রাজু,
ষ্টাফ রিপোর্টার, ফেনীঃ ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় ৬০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১২ আগস্ট) বিকেলে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১১ আগস্ট) রাতে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সাদ্দাম হোসাইন মাহিন (১৯) কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান, শুক্রবার রাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন মাহিনকে আটক করে তল্লাশি চালিয়ে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এসআই মো. আবু তাহের বাদী হয়ে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, শনিবার আটককৃত রোহিঙ্গা তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.