মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
ঘূর্ণিঝড় মিধিলি ও ভারতীয় উজানের ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) ভোরে ফুলগাজী ভেতরের বাজার (কাঁচা বাজার) সংলগ্ন এলাকায় মুহুরী নদীর গার্ডারের নিচ দিয়ে পানি প্রবেশ করে। এতে ফেনী-পরশুরাম সড়কের কিছু অংশ পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হয়।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, পরশুরামের শালধরে একটি বাঁধের মেরামত কাজ চলছিল। সেখানে বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে লোকালয়ে কিছুটা পানি প্রবেশ করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। ফুলগাজী বাজারে গার্ডারের নিচ দিয়ে পানি প্রবেশ করেছে পানি নামার সঙ্গে সঙ্গে এটিও কমে যাবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.