মোঃ শরিফুল ইসলাম রাজু, ফেনী
ফেনী ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে রাকিব আহসান নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত রাকিব দীর্ঘদিন ধরে নিজেকে নিউরো মেডিসিনের সহকারী অধ্যাপক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ল্যাব এইড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালীস্থ র্যাব-১১ এর সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার ভুয়া ডাক্তার নিউরো মেডিসিনের সহকারী অধ্যাপক পরিচয় দানকারী রাকিব আহসান দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার আলীপুর এলাকার চৌমুহনী- মাইজদী প্রধান সড়কের পাশে অবস্থিত ল্যাব এইড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় ওই অভিযানে উপস্থিত বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. ফয়সাল সহ প্রশাসনের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.