বই মেলা
শাহজালাল সুজন
ঢাকা-গাজীপুর।
বছর ঘুরে এলো আবার
নতুন বইয়ের মেলা,
বইয়ের ঘ্রাণে মাতোয়ারা
নাচে মনের ভেলা।
শিশু কিশোর ছড়ার বইয়ে
হরেক ছবি আঁকা,
গল্পের ছন্দে নানান শিক্ষা
হবে মেধায় পাকা।
প্রবন্ধ আর উপন্যাসে
বাস্তব জীবন লেখা,
কবি লেখক বইয়ের পৃষ্ঠে
ভাসায় স্মৃতির রেখা।
কেউবা নিয়ে ভ্রমণ স্মৃতি
লেখা প্রকাশ করে,
প্রেম বিরহ শৈশবের দিন
পাঠক হৃদয় ঘরে।
নতুন আশা স্বপ্ন ঘেরা
থাকে পাঠক মনে,
কবির লেখায় কাব্যগ্রন্হে
আশা পূরণ ক্ষণে।
আনন্দ আর দুঃখ গুলো
বইয়ের পাতায় জাগে,
লেখক পাঠক পুষ্প বৃন্তে
বই মেলারই বাগে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.