বই মেলা
জেবুন্নেছা জেবু
কতো দেশ হতে কতো লেখক পাঠক
আসে বইমেলায় করে অমানবিক কষ্ট,
তীব্র রোদ দুপুরে হাটঁতে হাঁটতে ক্লান্ত
বসার থাকে না জায়গা পরিবেশটাই উদভ্রান্ত।
বছরের পর বছর ধরে একই রকম রাস্তা
পর্যটক লেখকদের তরে নেই কোনো ব্যবস্থা,
মেলার ভেতরটায় দাড়াতেঁ দাড়াঁতে পা হয় ব্যাথা
হাটঁতে হাটঁতে অস্থির মানুষের বাড়ে অসুস্থতা।
বইমেলায় থাকতো যদি ভিন্ন রকম অডিটোরিয়াম
সবার সমর্থনে বসার জন্যে বিশ্রামাগার সিস্টেম,
ষ্টলে রাখা উচিত নিজেদের উদ্যেগ আয়োজন
প্রত্যেক প্রকাশকের বাড়তো অধিক মান সম্মান।
দেশব্যাপী করা হোক বই মেলার সুন্দর পরিবেশ
যেখানে হবে জ্ঞানী গুনীর এক বিশাল সমাবেশ,
কেনো এতো অমনোযোগ বিশৃঙ্খলায় বইমেলা?
কেনো কলম ও কালির বিষয়ে এতো অবহেলা?
বইমেলায় আসুক ভিন্নতা সুন্দর অনন্য আয়োজন
দেশজুড়ে বই মেলা হোক ঈদের মতো বিনোদন,
কবি লেখক পাঠক নিয়ে মুখরিত হোক বইমেলা
উৎসব হোক বছর জুড়ে থাকুক গান ও কবিতা।।
_______________
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.