বউ কথা কও পাখি
আব্দুস সাত্তার সুমন
সবুজ ছায়ায় বাড়ি আমার
সুরের কন্ঠে ডাকি,
মগডালেতে বসে আছো
বউ কথা কও পাখি।
বউ কথা কও! বউ কথা কও!
গাছের ডালে বসে,
মধুর সুরে ডাকছো নাকি
অমন ভালোবেসে।
আসবে কি আজ আমার ঘরে
মিষ্টি বধু হবে?
ফুলের ডালা সাজিয়ে দিব
সঙ্গে তুমি রবে।
কদম গাছে তোমার বাসা
করে আমি দিবো,
হানিমুনে তোমাকে আমি
সুন্দরবনে নিবো।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.