প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৩:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৩, ৮:২৭ এ.এম
বউ-বিপত্তি

তোমার মা আমার মা
বললে লোকে ভালোবাসে,
তোমার বউ আমার বউ
বললে কেনো তেড়ে আসে!
সবার মাকে মা বলা যায়
তাতে কেউ কিছু বলে না,
কিন্তু বউয়ের বেলায় অগ্নিশর্মা,
কেনো হয় লোকে জানি না।
বোন ডাকলেও প্রশংসা পাই,
ভাইয়েরা সব কাছে ডাকে,
তাদের মা-বাবারাও সব সময়ই
দুর্দিনে সব পাশে থাকে।
আমি অতি সহজ সরল
প্যাঁচ-পয়জার বুঝিনা,
পরের বউকে নিজের বউ
বই ছাড়া কিছু ভাবি না।
তবু্ও আমার কচু কপাল
কিছুই খেতে পারি না,
দাঁতগুলি মেরে দিয়েছে ভেঙে
বউদের বরেরা যারা মানুষ না।।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.