নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০২২ এ কুমিল্লার আদর্শ সদর উপজেলার চ্যাম্পিয়ন দল গুনানন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের কৃতি খেলোয়াড়দের সংবর্ধণা প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২ টায় গুনানন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে কৃতি খেলোয়াড়দের এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গুনানন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল ওয়াদুদের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম টুটুল বলেন, আজকের শিশুরা আগামির ভবিষ্যৎ। এসব শিশুদের মধ্য থেকেই তৈরি হতে পারে বিশ্বমানের ফুটবল খেলোয়াড়। আদর্শ সদর উপজেলার ক্ষুদপ ফুটবলারদের জন্য প্রশিক্ষণে ব্যবস্থা করা হবে। এসব ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণের জন্য যা যা করা প্রয়োজন সব করতে প্রস্তুত আদর্শ সদর উপজেলা পরিষদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং উত্তর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আহম্মেদ নিয়াজ পাভেল, উত্তর দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবীর, গুনান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বি এ মুসলিম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ব্যাংক কর্মকর্তা মো. কামাল হোসেন, বিএ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, এমএআরএন স্টীল স্ট্রাকচার লি. এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আবদুর রহিম, বিদ্যালয়ের সাবেক সভাপতি সফিকুর রহমান ভূইয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবদুস সালাম, সাবেক ইউপি মেম্বার জসিম উদ্দিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.