মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি তাজা রাবার কার্তুজ, চারটি হাসুয়া, একটি চাকু ও একটি তারকা আকৃতির বিশেষ অস্ত্রস দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন ঝাঐল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার কামারখন্দর বড় পাকুরীয়া গ্রামের মোঃ তোজাম্মেল হক এর ছেলে মোঃ রহমত আলী ওরফে রকমত ও বেলকুচি থানার জিধুরী গ্রামের মৃত আঃ ছোবাহান এর ছেলে মোঃ মন্তাজ আলী।
মোঃ রহমত আলী ওরফে রকমত অস্ত্র-ডাকাতিসহ ১৯ টি মামলার আসামী এবং মোঃ মন্তাজ আলী অস্ত্র ডাকাতি সহ ০৭ টি মামলার আসামী।
এসময় মোঃ রহমত আলী ওরফে রকমত এর কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি তাজা রাবার কার্তুজ এবং মোঃ মন্তাজ আলীর কাছ থেকে চারটি কাঠের হাতলযুক্ত হাসুয়া, একটি স্টিলের তৈরি প্লাস্টিকের হাতলযুক্ত চাকু ও একটি তারকা আকৃতির বিশেষ অস্ত্র উদ্ধার করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.