♥ রোকেয়া মুন্নি
পরিচয়ে আমি সাধারণ বাঙালি
এই বাংলাদেশ আমার গর্বের,
কখন কোনোদিন ভয় করিনিকো
খল উদ্যত ব্যক্তিবর্গের খর্গের।
অবিচারের বিরুদ্ধে গর্জে উঠিয়া
করি ন্যায়-নীতি আদর্শের বসবাস,
ছল প্রবঞ্চক নির্মুল করত
শুদ্ধ সুন্দরের করছি চাষ।
হৃদয়ে রহিছে অদৃশ্য ঈশ্বর
প্রেম ভালোবাসাই পবিত্র কিতাব,
মুখের জবান স্পষ্টত আকাশ
বিচারে আপোষহীন বাস্তব প্রকাশ।
মায়াজালী উড়ো শকুনের উৎপাতে
আলোরা নেতালে অস্পৃশ্যের গহীনতায়
মুক্তিবাহিনীর তেজ রক্ত বিদ্রোহে
তাগ দাঁড়াবো ঠায় বঙ্গরক্ষায়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.