মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠানে ২ কোটি ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে।
খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় উৎসব উপলক্ষ্যে ২৪ ডিসেম্বর ২৪ ইং প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এই টাকা প্রদান করা হয়েছে।
এবছর দেশের ৭৪৬টি খ্রিষ্টান ধর্মীয় উপাসনালয় কিংবা প্রতিষ্ঠানকে ২ কোটি টাকা বিতরণ করা হচ্ছে। এসকল প্রতিষ্ঠানকে সাতটি ভাগে ভাগ করে অনুদানের পরিমাণ নির্ধারণ করা হবে। অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চার্চ, গীর্জা ও তীর্থস্থান। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এ অনুদান বিতরণ করা হবে।
উল্লেখ্য 'ক' ক্যাটাগরি ০৫ টি চার্চ বা গীর্জাকে ৮০ হাজার টাকা, 'খ' ক্যাটাগরির ৫৬ টি চার্চকে ৫০ হাজার টাকা, 'গ' ক্যাটাগরির ৮০ টি গীর্জা বা চার্চকে ৩৫ হাজার টাকা 'ঘ' ১৩৫ টিকে ৩০ হাজার টাকা, 'ঙ' ক্যাটাগরির ১৫২টি চার্চকে ২৫ হাজার টাকা, 'চ' ক্যাটাগরির ২১৩টি চার্চকে ২০ হাজার এবং 'ছ' ক্যাটাগরির ১০৫ টি চার্চকে ১৮ হাজার টাকা অনুদান প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশিষ্ট ৫০ লক্ষ টাকা পরে বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.