বদর যুদ্ধে বিজয়
আব্দুস সাত্তার সুমন
১৭ রমজান ২ হিজরী
ইতিহাসে প্রধান সংগঠিত যুদ্ধ,
মদিনার মুসলিম, মক্কার কুরাইশ
বদর প্রান্তে হয়েছিল আবদ্ধ।
মদিনার থেকে ৮০ মাইল দূরে
দক্ষিণ-পশ্চিম করেছিল অবস্থান,
নেতৃত্ব ছিলেন নবী মোহাম্মদ
এনেছে প্রথম বিজয়ের সম্মান।
৩১৩জন পদাতিক, মুসলিম মুজাহিদ
২টি ঘোড়া, ৭০টি উট নিয়ে বিজয়,
১০০০জন পদাতিক কুরাইশ সেনা
১০০টি ঘোড়া, ৭০০টি উট নিয়ে পরাজয়
মক্কার সৈনিকদের সারি ভেঙে
বিজয় আনে নবী রাসূলের দল
নতুন শক্তি হিসেবে আবির্ভূত
বারিয়ে ছিলো সেই মনোবল।
নেতা হিসেবে রাসূল কারিম
ইসলাম ধর্মের হয় কদর,
বিজয় পতাকা কালো, সবুজের
ইতিহাসে রয়ে আছে বদর।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.