মোঃ রায়হান,
ক্রাইম রিপোর্টার নওগাঁ জেলা
নওগাঁর বদলগাছী থানার মথুরাপুর এলাকা হতে এনামুল হক (৩২) নামের এক যুবককে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে র্যাব। রোববার পূর্বরাত ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এনামুল হক পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার বসকইল গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত এনামুল হক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েক দিন ধরে র্যাব জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে জেলার বদলগাছী থানার মথুরাপুর এলাকার জনৈক সুমনের ইট ভাটায় অবস্থান করলে র্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক তাকে আটক করে। এসময় সাক্ষীদের উপস্থিতিতে তাকে তল্লাশি করে তার নিকট থেকে ৪০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা রুজু করে রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.