বনে বিজয় উৎসব
আব্দুস সাত্তার সুমন
সুন্দরবনে বিজয় দিবস
বাঘ করবে পালন,
লাল সবুজের পতাকা নিয়ে
হাতি আগে চলন।
শিয়াল পন্ডিত বিজয় মেলায়
সঙ্গে এবার রবে,
সিংহ রাজা আসলে নাকি
বিজয় উৎসব হবে।
পাক পাখালি জাতীয় সংগীত
সুর মিলাবে তালে,
হরিণ নাকি দেশের চিত্র
নকশা করবে গালে।
হরেক রকম ফুলের ডালায়
সুন্দর করে সাজায়,
খরগোশ, বানর তাধিন তানা
বিজয় ডুগডুগি বাজায়।
পশু পাখির ছুটি সবার
নানান রঙের সাজ,
মজার মজার খাবার খেয়ে
বিজয় পালন আজ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.