বন্যার কবলে সিলেটবাসী
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
বন্যায় কবলে সিলেটবাসীর
বুকে হাহাকার,
চারিদিকে আজ জোয়ার ভাটা
রয়েছে অনাহার।
মায়ের চিন্তা সন্তান নিয়ে
বাবার চিন্তায় পরিবার,
স্রোতে ভাসে গবাদি পশু
নাইতো খবর তার।
চারিদিকে আজ পানির আক্রমণ
নিদ্রাহীনা দুটি চোখ,
হৃদয়ে তাদের ছাপা কান্না
কষ্টে ফাটে বুক।
প্রতিবছর বন্যার আক্রমণ
স্রোতে ভাসে কতো প্রিয় জন,
কোথায় দেবে লাশের দাফন
অশ্রুসিক্ত দুটি নয়ন।
বন্ধ হলো যান চলাচল
দূরে থেকে কাঁদছে প্রিয়জন,
চারিদিকে রয়েছে পানির গর্জন
হৃদয় মাঝে জাগে শিহরণ।
কোন পাপের কারণে হচ্ছে এমন
জানা নেই কারো তাহার কারন,
শাহজালালের পূন্যভূমিতে
পানি বন্দি মানুষের জীবন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.