বন্যা নয় যুদ্ধ
আব্দুস সাত্তার সুমন
ঢাকা ক্যান্টনমেন্ট, বাংলাদেশ
বৃষ্টি বন্যা হতে পারে
প্রকৃতেরি খেলা,
বাঁধের পানি ছেড়ে দিয়ে
মিটায় মনের জ্বালা।
পূর্ব থেকে ছিল তারা
ষড়যন্ত্রে লিপ্ত,
বদলে গেল সবই তখন
হলো তারা ক্ষিপ্ত।
যুদ্ধ এটা.. বন্যা নয় সে
বুঝিনা যে মোরা!
চাষাবাদে পানি দরকার
জলো শূন্য খরা।
বাঁধের পানি আটকে রেখে
সুযোগ মতন ছাড়ে,
অস্ত্র ছাড়া মাস্টার বুদ্ধি
বন্যা দিয়ে মারে।
পানিবন্দি শিশু বৃদ্ধ
শস্য শ্যামল জমি,
গরু ছাগল হাজার পশু
ধ্বংস বসত ভুমি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.