সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা)
বরগুনায় ৮ বছরের পথশিশু শ্লীলতাহানির অভিযোগে মোসলেম (৬৫) নামের এক ঝালমুড়ি বিক্রেতাকে আটক করেছে পুলিশ। ১৫ মার্চ শেষ রাতে পৌরশহরের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই বৃদ্ধ বরগুনা সদর উপজেলার ৮ নং সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা।
জানা যায়, পাশবিক নির্যাতনের শিকার ওই কন্যা শিশুটি বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা-পাতাকাটা ইউনিয়নের বৈকালী গ্রামের বাসিন্দা। কন্যা শিশুটির মা মানসিক ভারসাম্যহীন রোগী এবং বাবা ভিক্ষুক। শিশুটি বরগুনা জেনারেল হাসপাতাল এলাকায় পথশিশু হিসেবে পরিচিত। হাসপাতালের খাবার খেয়েই বেশির ভাগ সময় পার করতেন তিনি। আটককৃত ঝালমুড়ি বিক্রেতা তাকে শ্লীলতাহানি করে। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ মেসলেমের ভাড়া বাসা থেকে আটক করে থানায় নিয়ে যায়।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন,শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়েছে সংবাদ পেয়ে আমরা তাকে উদ্ধার করি। তার দেওয়া বক্তব্যানুযায়ী রাতেই অভিযুক্ত এবং মেয়েটিকে থানায় নিয়ে আসি। অভিযুক্ত ব্যাক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.