মোঃ শরীফ উদ্দিন
কুমিল্লার বরুড়ায় অবৈধ ভাবে ড্রেজার মেশিনে মাটি উত্তোলন করায় মোবাইল কোর্টে জরিমানা আদায়।
বুধবার সকাল ১১টায় বরুড়া উপজেলার পয়ালগাছায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিন এর মাধ্যমে মাটি বিক্রি করায় মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ জনকে ১ টি মামলায় ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর নির্দেশনা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা।
এ সময় সঙ্গীয় ফোর্স সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন ইতিমধ্যে বরুড়া উপজেলার বিভিন্ন অঞ্চলে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি বিক্রির অভিযোগে সংবাদ পাওয়ার পর পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন এ অভিযান অব্যাহত চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.