মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়া উপজেলার কুমিল্লা চাঁদপুর মহাসড়কের লক্ষীপুর শহীদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৫ ডাকাত কে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ২৯ মে রাত আনুমানিক ৩ টার দিকে ডাকাত দল ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সূত্রে বরুড়া থানা পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ৫ ডাকাত কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার তিতাস উপজেলার দক্ষিণ নারিন্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলের রেনু প্রকাশ নয়ন (২৮), ব্রাহ্মনপাড়া উপজেলার পুর্ব পোংকরা গ্রামের আবদুল লতিফ এর ছেলে জহিরুল ইসলাম (৪২) পটুয়াখালী বাউফল উপজেলার অতেরকাটি গ্রামের রতন তালুকদার এর ছেলে মোঃ খলিলুর রহমান (৪৫) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের আবদুর রব এর ছেলে মোঃ কাউছার (৪০) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঢুলহাস গ্রামের মোসলেম মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩৮)।
এ সময় তাদের কাছ থেকে কাঠযুক্ত একনলা ১ টি বন্দুক, ৫ টি কার্তুজ, ২ টি চেনি, ৩ টি রড ১ টি জিআই পাইপ ও ১ টি চুরি উদ্বার করেছে।
এসময় বরুড়া বরুড়া থানার ২ পুলিশ সদস্য আহত হয় বলে জানা যায়। তাদের কে বরুড়া সরকারি হসপিটাল প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়। ৩০ মে ২৩ ইং দুপুরে তাদের কে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
এ বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নিয়মতি মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.