কুমিল্লার বরুড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ই মার্চ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন এ প্রতিপাদ্যের আলোকে বরুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান।
নারী উদ্যোক্তা শাকিলা জামানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, দৈনিক যায়যায়দিন পত্রিকার বরুড়া প্রতিনিধি প্রভাষক মোঃ মাসুদ মজুমদার, নারী উদ্যোক্তা রুবাইয়া সুলতানা, বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাহজাদী রাজমনি।
এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত নারী উদ্যোক্তা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ দিন ৪ জন নারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.