মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় দীর্ঘ প্রতিক্ষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৭১ সদস্যে'র নতুন কমিটির অনুমোদন দিয়েছে কুমিল্লা দঃ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ৬ই জুলাই ২০২৪ ইং তারিখ রাত আটটায় কুমিল্লা দঃ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু ও সাধারন সম্পাদক মহসিন রহমান সাক্ষরিত কমিটিতে বরুড়া উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মিহির কে সভাপতি ও কুমিল্লা দঃ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ বাপ্পি আহমেদ কে সাধারণ সম্পাদক ও আড্ডা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হানিফ তালুকদার কে সাংগঠনিক সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও কমিটিতে আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন সহ মাহফজুর রহমান সেলিম, মাজহারুল ইসলাম সোহেল, শাহিন সওদাগর, মহসিন হোসেন, কাউসার আমিন সজিব ও জহিরুল ইসলাম মেম্বার কে সহসভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়াও বরুড়া পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে মোঃ মনোয়ার হোসেন, সাবেক কমিশনার ইসমাইল হোসেন খোকন, মোঃ হাবিব উল্ল্যাহ, মোঃ মুজিবুর রহমান কে সহসভাপতি ও মোঃ মহিন কে সাধারণ সম্পাদক হিসেবে মোট ১৬ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এদিন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে বরুড়া বাজারে আনন্দ শোভাযাত্রা শেষে বরুড়া উপজেলায় স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুড়ালে পুষ্পস্তবক অর্পণ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.