বিশেষ প্রতিনিধি
কুমিল্লার বরুড়া ওরাই আপন জন সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুনীজন সংবর্ধণা, সেলাই মেশিন ও গরীব অসহায় শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বরুড়া পৌরসভার লতিফপুরে হোটেল রেড উইং রেস্তোরাঁর কনভেনশন হলে সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ও বিসিআইসির সাবেক জিএম ফারুকুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব ও ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি বাবু মনিন্দ্র কিশোর মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মং, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ মুহিবুস সালাম খাঁন, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, অধ্যাপক ড. কামরুল হাসান, ভিক্টোরিয়া কলেজের বাংলার সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম মোস্তফা, তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, কুমিল্লা আঞ্চলিক এর সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান, ডকটরস কমিউনিটি হসপিটালের চেয়ারম্যান ইন্জিনিয়ার আবদুর রহমান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০১ (বরুড়া)'র ডিজিএম মোঃ জালাল উদ্দীন, ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সহসভাপতি মোঃ আমীর হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ, সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, আগনাগর কলেজে প্রভাষক শাখাওয়াত হোসেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন, আগানগর মাদরাসার সুপার মাওলানা শামসুল হক, শিলমুড়ি আর আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, বরুড়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন, সাংবাদিক মাসুদ মজুমদার, সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও সংগঠনের সদস্য বৃন্দ।
এদিন বরুড়ার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি সরুপ ৯ গুনী ব্যাক্তিকে সম্মননা, দুই নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন, দশ মাদ্রাসা শিক্ষার্থীকে নতুন পাঞ্জাবি ও পাজামা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.