মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লা ৮ বরুড়া আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন ৬ জানুয়ারী ২৪ ইং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বরুড়া উপজেলা কলেজ রোড দলীয় কার্য্যালয় থেকে দুপুর ১২ টার সময় স্হানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সন্মেলন করে এই ঘোষণা দেন। তিনি বলেন নির্বাচনের পরিবেশ অনূকূলে না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি। আমি আমার অভিযোগ লিখিত আকারে রির্টানিং কর্মকর্তার কাছে জানিয়েছি। ৬/৭ জন প্রার্থীর এজেন্ট নৌকা প্রতিকের প্রার্থী কিনে নিয়ে গেছেন। আগামীকাল নির্বাচনে দেখতে পাবেন।
আমার পরিবার ও নেতাকর্মীদের কথা চিন্তা করে তারা যেনো ক্ষতিগ্রস্ত না হন তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।নির্বাচনের পরে নেতা কর্মী ও সাংবাদিকদের কে একত্রিত করে আমার বক্তব্য বরুড়ার জনগনের উদ্দেশ্য রাখবো। এই সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক উপজেলা সভাপতি মোঃ আবদুল বারী, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান ভূইয়া, জাপা নেতা আবু ইউসুফ মানিক, রফিকুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.