মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় ১৮ জানুয়ারী ২৩ ইং বৃহস্পতিবার শিলমুড়ী (দঃ) ইউনিয়নে রামপুর গ্রামে অবৈধভাবে ভেকু মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে মোস্তফা কামাল (৬০) নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, শিলমুড়ী (দঃ) ইউনিয়নে রামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে মোস্তফা কামাল ভেকু মেশিনের মাধ্যমে অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলন করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ১৮ জানুয়ারী বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে রামপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তিনি মাটি উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক মোস্তফা কামালকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, ভেকু দিয়ে মাটি তোলার কারণে পাশের ফসলী জমিতে ভাঙ্গনের আশংকা তৈরি হয় এবং এর ফলে কৃষি জমির উর্বরতা নষ্ট হয়। এছাড়া এই মাটি পরিবহন করতে বড় ট্রাক্টরের কারণে গ্রামীণ সড়কগুলো নষ্ট হচ্ছে। ফসলী জমি রক্ষার্থে জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন শিলমুড়ি দক্ষিণ ইউপি চেয়ারম্যান হাজী ফারুক হোসেন ভূঁইয়া।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.