কুমিল্লার বরুড়ার হুরুয়া ইবরাহীময়া মাদ্রাসায় ৪ শত কোরাআন শরীফ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল তার প্রবাসী বন্ধুদের সহযোগিতা কোরান শরীফ গুলো বিতরণ করেন।
তার এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের মুহতামিন মাওলানা আহমাদ উল্লাহ বলেন, সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল এর দাদা মরহুম ফজলুর রহমান ভূঁইয়া ছিলেন একজন দানবীর এবং দিনদার ও সহজসরল মানুষ।
মরহুম ফজলুর রহমান ভঁইয়ার অনুদানে প্রতিষ্ঠিত হয়েছে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার প্রাণকেন্দ্রে সর্ববৃহৎ বরুড়া দারুলউলুম মাদ্রাসা।
বাংলাদেশ পাবলিক টিভির চেয়ারম্যান ও সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল বলেন, আমি দ্বীনি কাজের জন্য দেশ ও প্রবাসী সহযোদ্ধা বন্ধুদের থেকে সহযোগিতা এনে এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ানো জন্য চেষ্টা করছি।
উল্লেখ্য বছরের প্রথম দিনে তিনি শাকপুর ইউনিয়নের লক্ষীপুর বাজার সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসায় ১শত ৮০ পিচ কোরআন শরীফ বিতরণ করেন।
https://youtu.be/GKsugi-nifo
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.