কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান এর কোমরে পিস্তল নিয়ে ভাইরাল হওয়া ছবি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে স্থানীয় সাংবাদিকদের ব্যাখ্যা দিলেন তিনি।
শনিবার স্থানীয় বরুড়া বাজারে একটি হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে তার কোমরে থাকা পিস্তলের বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, এটা আমার বৈধ অস্ত্র। দু'জন সরকারি কর্মকর্তা আমার বাড়িতে আসে। খবর পেয়ে দ্রুত বাড়িতে যাই। গাড়ি থেকে নেমে আমি তাদের কে বরণ করি।
এ-সময় আমার মনের ভুলে আমার বৈধ অস্ত্র টি আমার কোমরে থাকে। এসময় কেউ একজন ছবি তুলে তা সোস্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। যার ফলে ছবিটি নিয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। কাউকে ভয়ভীতির জন্য এই অস্ত্র প্রদর্শন করা হয়নি। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি এলাকার উন্নয়ন করতে চাই। সকল সংবাদকর্মী ভাইদের সহযোগিতা চাই।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.