কুমিল্লার বরুড়া উপজেলার সকল খাল পূনঃখনন, উদ্ধার ও নিরবচ্ছিন্ন পানি প্রবাহের জন্য সকল খাল ও রাস্তাঘাট পরিস্কার রাখার দাবিতে ৫ মে ২৩ ইং বরুড়া বাজারে মানববন্ধন করেছে।
শুক্রবার সকালে বরুড়া পৌর সদর ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া (ভাব) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভাব এর সভাপতি মোঃ মিজানুর রহমান ভূইয়া এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভাব এর সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, সাবেক সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন, ভাব এর সদস্য আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন বাবলু, শাকিলা জামান, ইসরাফিল ফয়সাল, কবির মেম্বার, মোঃ মিজানুর রহমান অনেকে।
https://youtu.be/ReQftmbqX0I
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.