মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২১ এপ্রিল রোববার অন-লাইনে বিভিন্ন জায়গা থেকে এই মনোনয়ন পত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ কামাল হোসেন এর শ্যালক হামিদ লতিফ কামাল মনোনয়ন পত্র দাখিল করেছেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান সাবেক চারবারের সংসদ সদস্য আব্দুল হাকিম এর ছোট ছেলে এ এম এন মইনুল ইসলাম ও মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এ ছাড়া উপজেলা চেয়ারম্যান পদে আরো মনোনয়ন পত্র যারা দাখিল করেছেন তারা হলেন, সাবেক পৌরসভার মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ সোহেল সামাদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী দেলোয়ারা বেগম, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা, বরুড়া পৌরসভার মহিলা কাউন্সিলর মিনুয়ারা বেগম ও মর্জিনা বেগম মনোনয়ন জমা দিয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, শাহ মোঃ কামাল হোসেন ভূঁইয়া, সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ ফরহাদ হোসেন, মোঃ কবির আহমেদ ভূইয়া ও এডভোকেট আবদুর রহিম।
আগামী ২১ মে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.